Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সায়মা ওয়াজেদের গ্রন্থ ‘অনন্য ছবি’র’ মোড়ক উন্মোচন

আইপিইউ সম্মেলন চতুর্থ দিনে

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অটিস্টিক ২৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে
স্টাফ রিপোর্টার : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহশালা ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ ‘অনন্য ছবি’র মোড়ক উন্মোচন করলেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম আইপিইউ সম্মেলনে দেশি-বিদেশি অতিথিদের সামনে এর মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের বিশেষভাবে সক্ষম (অটিস্টিক) শিল্পীদের আঁকা ২৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই বইতে। মোড়ক উন্মোচনকালে সারাবিশ্বের সংসদ সদস্যদের প্রতি অটিস্টিকদের জন্য কাজ করার আহŸান জানিয়ে ১৩৬তম আইপিইউ সম্মেলনের সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই শৈল্পিক পুস্তকের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এ কাজের প্রতি বিদেশিদের সংহতির বহিঃ প্রকাশ হলো। এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহযোগিতা করা দরকার।
রঙিন এই গ্রন্থের মতোই রাঙানো বিশ্ব বিনির্মাণে কাজ করে যাওয়ার আহŸান জানিয়ে স্পিকার বলেন, এই শিশুদের প্রতি বিশেষ নজর রেখে সমাজের মূল¯্রােতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে তাদের। এ বিষয়ে কথা বলা ও কাজ করার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে সংসদ সদস্যদের। এদিনের অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন বইটির জন্য চিত্রকর্ম সংগ্রহের বিবরণ দেন। পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইক্লোজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বইটি বিশেষ দক্ষতা সম্পন্ন শিশুদের স্বপ্ন। এই বইয়ের মাধ্যমে তারা বিশ্বকে দেখছে। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিশেষ দক্ষতা সম্পন্ন শিশুদের আঁকা যেসব গিফট কার্ড পেয়েছেন, তা সংগ্রহ করা হয়েছে। এসব ছবি থেকে তাদের চিন্তার ভুবনকে চেনা যায়। ছবিগুলো বিক্রি করে যে অর্থ আসবে তা সূচনা ফাউন্ডেশনকে দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম সমাজের এসব মানুষের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন মন্তব্য করে সায়মা ওয়াজেদ বলেন, তাদের জন্য আমাদের অনেক কিছুই করার আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং। অন্যান্যের মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্য এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশি অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ