পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) সুইজারল্যান্ডের জেনেভাস্থ পেলে উইলসনের কনফারেন্স রুমে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হাবহঃরড়হ ড়হ ঃযব চৎড়ঃবপঃরড়হ ড়ভ ঃযব জরমযঃং ড়ভ অষষ গরমৎধহঃ ডড়ৎশবৎং ধহফ গবসনবৎং ড়ভ ঃযবরৎ ঋধসরষরবং (ওঈজগড) সংশ্লিষ্ট প্রাথমিক প্রতিবেদন বিষয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত গঠনমূলক আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপনী দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অংশগ্রহণ করেন। গঠনমূলক আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী সরকার কর্তৃক ২০১১ সালে অনুসমর্থনকৃত কনভেনশনটির সঠিক ও সফল বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুর্ণব্যক্ত করেন। মন্ত্রী এ বিষয়ে কমিটি অন মাইগ্রেন্টস ওয়াকার্স, আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটিসহ কর্মী গ্রহণকারী দেশসমূহের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, কমিটি অন মাইগ্রেন্টস ওয়াকার্সের সুপারিশ মালার আলোকে প্রবাসী কর্মীদের জন্য ইন্সুরেন্স (বীমা) চালুকরণসহ ‘মাইগ্রেশন গভর্নেন্স’ ইস্যুতে সরকার অধিকতর কাজ করতে আগ্রহী। প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন বিষয়ে আরো পদক্ষেপ নেয়ার বিষয়ে সরকারের দায়িত্ব ও সদিচ্ছার বিষয়টি উল্লেখ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুুরুল ইসলাম বিএসসি ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। গঠনমূলক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ স্থায়ী মিশনের জেনেভার স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও মন্ত্রীর পিএস মুহসীন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দ্বিতীয় ও সমাপনী দিনের অনুষ্ঠানে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি অন মাইগ্রেশন ওয়াকার্সের নেতৃত্ব দেন জোস ব্রিলান্টস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।