Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় রাসায়নিক আক্রমণে শিশুসহ ৫৮ জন নিহত

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর পশ্চিম সিরিয়ায় একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক অস্ত্রের আক্রমণ চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে যাতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি সংস্থা বলেছে, ইদলিব প্রদেশের খান শেখুন নামে ওই শহরটির ওপর গতকাল (মঙ্গলবার) সকালে সিরিয়ার সরকারি বিমান বাহিনী বা রুশ জেট থেকে হামলা চালানো হয়। এর পর শিশু সহ বহু লোককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, যারা শ্বাস নিতে পারছিল না।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া, বমি করা বা মুখে ফেনা উঠতে থাকার মতো লক্ষণ দেখা গেছে।
মানবাধিকার সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে অন্তত ১১টি শিশু রয়েছে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছিল এমন একটি ক্লিনিকেও রকেট হামলা চালানো হয়।
নিহতের সংখ্যা নিয়েও নানা ধরণের তথ্য পাওয়া গেছে।
একটি দাতব্য সংস্থার কর্মী মোহাম্মদ রসুল বিবিসির আরবি বিভাগকে বলেছেন, নিহতের সংখ্যা ৬৭ এবং আহত হয়েছে ৩০০ জন।
বিদ্রোহীদের সমর্থক একটি বার্তা সংস্থা বলছে, ওই আক্রমণে ১০০ জন নিহত হয়েছে।
ইদলিব মিডিয়া সেন্টার নামে একটি বিদ্রোহী-সমর্থক সংস্থা বলছে, তাদের ধারণা সারিন নামের নার্ভ-গ্যাস আক্রমণ চালানো হয়েছে।
সিরিয়ার সরকারের বিরুদ্ধে এর আগেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে, কিন্তু তারা তা বরাবরই অস্বীকার করেছে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ