Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরা’জ মহানবী (স:)-এর এক অবিস্মরণীয় মু’জিযামাওলানা এম এ কাদির আল হাসান

বার্মিংহাম আল ইসলাহর উদ্যোগে দোয়ার মাহফিল

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মো: হুসাম উদ্দিন আল হুমায়দী, বার্মিংহাম : আনজুমানে আল ইসলাহ ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান বলেছেন, পবিত্র মিরা’জ মহানবী (স:)-এর এক অবস্মিরণীয় মু’জিযা। প্রিয়নবী (স:)-এর মি’রাজ স্বশরীরে ও জাগ্রত অবস্থায় ঘটেছিল। মি’রাজের ঘটনা পবিত্র কুরআন ও মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। এর সত্যতার ওপর ঈমান রাখা ওয়াজিব। তিনি গত ৩ এপ্রিল সোমবার দুপুরে আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে পবিত্র মি’রাজুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও শাখার প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী সেলিম উদ্দিনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বার্মিংহাম আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট হাজী হাসন আলী হেলালের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা মো: হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যান্ডওয়েল কাউন্সিলের নবনির্বাচিত বাঙালি মুসলিম মেয়র আলহাজ আহমেদুল হক এমবিই, মিডল্যান্ডস আল ইসলাহর সেক্রেটারি মো: মিসবাউর রহমান।
মাহফিলে বক্তব্য রাখেন স্যান্ডওয়েল আল ইসলাহর জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহবুব কামাল, বার্মিংহাম শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুনিম, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা বদরুল হক খান।
শাখার প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মাওলানা এহসানুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালছল আল ইসলাহর সেক্রেটারি মাওলানা গুলজার আহমদ, স্যান্ডওয়েল শাখার সেক্রেটারি হাফিজ আলী হোসেন বাবুল, বার্মিংহাম শাখার ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন, মো: সাইফুল আলম, কারী মাহফুজুল হাসান খান, শফিক মিয়া চৌধুরী গনি, মাশুক মিয়া, হাজী সৈয়দুর রহমান, হাফিজ সামিম আল মামুন, মাস্টার আব্দুল বাসির, হাজী আব্দুল মোমিন, হাজী আমিরুল ইসলাম জামাল প্রমুখ।
মাহফিলে আনজুমানে আল ইসলাহ ইউকের আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য এজিএম ও নির্বাচন সফলের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়।
পরিশেষে মিলাদ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে বিশ্বমুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ