Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


নেদারল্যান্ডের এমপির আশাবাদ
স্টাফ রিপোর্টার : নেদারল্যান্ডের সংসদ সদস্য প্রফেসর নাইকো স্রিজহার জানালেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি অংশগ্রহণ করবে। গককাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের তৃতীয় দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ অধিবেশন শুরু হয়। আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী উপস্থিতিতে এই অধিবেশনে জরুরী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। আইপিইউ সম্মেলনে মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি এবং শান্তি ও বিশ্ব নিরাপত্তার বিষয়ে আলোচনা চলেছে। এরপর আলোচনা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার কৌশল নিয়ে। তবে কোন বিষয়েই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এসকল বিষয়ে সুপারিশমালা চ‚ড়ান্ত করা হবে।
প্রফেসর নাইকো বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল (বিএনপি) অংশগ্রহণ করেনি। তবে আশা করছি যে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। যদিও এটা বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং, সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি ভাল নির্বাচন করা দায়িত্ব। নাইকো আরও বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে দক্ষ বিচারব্যবস্থা, দুর্নীতি দূর করতে কমিশনকে যথেষ্ট শক্তিশালীকরণ এবং একটি শক্তিশালী সংসদ দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। এটাই হচ্ছে শক্তিশালী গণতন্ত্রের পূর্বশর্ত। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং শক্তিশালী এবং যথেষ্ট যোগ্যতাসম্পন্ন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমি মনে করি না যে, কোনো দেশ গণতন্ত্র একেবারে পুরোপুরি শতভাগ পালন করতে পারে। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের অঙ্গীকারের বিষয়, যা তাদেরকে পালন করতে হয়। এদিকে সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ফ্রান্সের এমপি পোযো ডি বোরগো। তিনি বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ, এটা সবার দরকার। পোযো ডি বোরগো বলেন, সন্ত্রাস প্রতিরোধ সবার জন্য শিক্ষা। সন্ত্রাস জাতিগত সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী সমস্যা। এটা মোকাবেলায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। তিনি বলেন, ফ্রান্সের মধ্যে এখন সন্ত্রাসী আক্রমণ হচ্ছে, আমরা উদ্বিগ্ন, কিন্তু এটা সেখানের প্রকৃত চেহারা নয়। সন্ত্রাসীরা আমাদের অনেক শিশুদের মারছে, অনেককে আহত করছে। এজন্য তাদেরকে সুরক্ষা করার উপায় বের করতে হবে। চক্রান্তের বিরুদ্ধে কাজ করতে হবে।



 

Show all comments
  • MD Elias ৪ এপ্রিল, ২০১৭, ৫:৪০ এএম says : 0
    korte e hobe
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৪ এপ্রিল, ২০১৭, ৫:৪৩ এএম says : 0
    এই সংবাদটা পাঠ করে আমি এতই খুশি হয়েছি যে, এটাকে ভাষায় প্রকাশ করতে পারছিনা। বিএনপি প্রধান খালেদা জিয়ার সাথে অধিবেশনের আগেই নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এরপর অধিবেশনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে নেদারল্যান্ডের সংসদ সদস্য প্রফেসর নাইকো স্রিজহার জানালেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল (বিএনপি) অংশগ্রহণ করেনি। তবে আশা করছি যে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। তার এই কথায় প্রতিয়মান হয় যে বাংলাদেশের ২০১৪ সালের নির্বাচন আইপিইউ মেনে নিয়েছেন এবং তাই খুবই ভদ্রচিত ভাবে বিএনপির সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে যেভাবে বলেছিল এরা জানেনা; না জেনেই এসেছে তাই ফিরে গিয়ে এই সম্মেলনকে প্রত্যাখ্যান করবে ইত্যাদি ইত্যাদি। এখন বিএনপি এদের এই কথার পর কি বলে সেটাই এখন দেখার বিষয়। সময় সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ