Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের সঙ্গে কেন প্রতিরক্ষা চুক্তি করেছিলেন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


বিএনপিকে হানিফ
স্টাফ রিপোর্টার : ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিএনপির বিরোধিতা ও বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ২০০৪ সালে আপনারা চীনের সঙ্গে  কেন প্রতিরক্ষা চুক্তি করেছিলেন?
গতকাল সোমবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতি এ প্রশ্ন করেন। আগামী বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদবিরোধী ওলামা মাশায়েখদের সমাবেশ সফল করতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বর্ধিত সভা করে।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলে দেশের সামরিক তথ্য ভারত জেনে যাবে বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্যর প্রেক্ষিতে হানিফ বলেন, ইদানীং বিএনপি হঠাৎ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা বলছে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে নাকি আমাদের দেশের সকল সামরিক তথ্য ভারতের সামরিক বাহিনীর হাতে চলে যাবে।
তিনি বলেন, সামরিক চুক্তি করলে যদি তথ্য চলে যায় তাহলে ২০০৪ সালে আপনারা চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন কেন? বাংলাদেশের সামরিক তথ্য দেয়ার জন্যই কি তখন আপনারা সামরিক চুক্তি করেছিলেন?
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে জঙ্গিবাদবিরোধী তৎপরতাকে সরকার ‘অভিনব কৌশল’ হিসেবে বেছে নিয়েছে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
তিনি বলেন, ভারত সফরের সঙ্গে জঙ্গির সম্পর্ক কি? এগারো সালে প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তির কারণে এখন বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে ওখানে থাকতে পারে না।
দেশে মাদকের ছড়াছড়ি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করে গেছেন দাবি করে হানিফ বলেন, ১৯৭৭ সালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াই লাইসেন্স দিয়ে গেছেন। তিনি দেশের তিনশত থানায় একদিনে মদের লাইসেন্স দিয়েছেন। আজকে মাদকের ছড়াছড়ির জন্য জন্য বিএনপিই দায়ী।
মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৪ এপ্রিল, ২০১৭, ৫:১৭ এএম says : 0
    আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এখানে যা বলেছেন সবই সত্য বলেছেন। বিএনপি যদি কিছু করে সেটা অন্যায় হলেও ন্যয়; আর আওয়ামী লীগ যদি জনকল্যাণে কোন চিক্তি করে সেটাও হবে অন্যায়। এই কথাটাই এই সংবাদে প্রমানিত। আমি আশাকরব বিএনপি হানিফ সাহেবের করা প্রশ্নের জবাব অবশ্যই দিবেন এটাই আমি আশা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ