Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:২১ পিএম, ৩ এপ্রিল, ২০১৭

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি মেট্রো স্টেশনে দু’দফা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সোমবার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ বিস্ফোরণ হয়। তবে এটি সন্ত্রাসী হামলা কি না তা নিশ্চিত করে কিছু না বললেও কর্তৃপক্ষ কোনো কিছুকেই উড়িয়ে দিচ্ছে না। খবর পেয়েই ৮টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হামলার পর সেন্নায় পোলশাদসহ আটটি স্টেশনে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রুশ অ্যান্টিটেরোরিজম কমিটি ১০ জন নিহতের খবর নিশ্চিত করে জানান, বিস্ফোরণে ওই কারের দরজা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কারের ভেতরে অত্যাধুনিক বিস্ফোরক ছিল বলেও মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর স্টেশন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় স্টেশনে থাকা লোকজনকে আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছোটাছুটি করতেও দেখা যায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এক বিবৃতিতে জানিয়েছেন, এ বিস্ফোরণের বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবগত করা হয়েছে। পুতিন নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ