Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার এলও শাখার উচ্চমান সহকারী কাশেম ও অ্যাড. নুর মোহাম্মদ সিকদার

দুদকের জালে আটকে গেল

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতির মামলায় কক্সবাজার জেলা প্রশাসনের এলও শাখার উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার ও অ্যাডভোকেট নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সকাল ১০টায় ও সাড়ে ১১টায় জেলা প্রশাসনের এলাকায় পৃথক অভিনব অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্রে জানা যায়, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দুদকের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে একটি টিম অভিযুক্ত আসামি দুর্নীতিবাজদের গ্রেফথার করে। অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর (এসি) গোলাম মোস্তফা ও ওসমান গণি। অপরদিকে দুদকের আরেকটি টিম একই মামলার আসামি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে কক্সবাজারের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে।
বর্তমানে গ্রেফতারকৃতরা কক্সবাজার সদর মডেল থানায় সর্পোদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ