পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেনাপোল অফিস : ৪০ দিনের কমান্ডো প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে। সোমবার ১১টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে। এর আগে বিজিবি প্রতিনিধি দল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার অশোক কুমার তাদের আনুষ্ঠানিক অর্ভ্যথনা জানান। পরে নিরাপত্তা দিয়ে গন্তব্যের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব, ২৭ সদস্যের এ দলের প্রতিনিধিত্ব করছেন ৪৮ ব্যাটালিয়ন বিজিবি সৈনিক আশরাফুল ইসলাম। ৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ভারতের ঝাড়খÐ প্রদেশের হাজারীবাগে বিজিবি ও বিএসএফের মধ্যে এ যৌথ কমান্ডো প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে এ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে বলে জানা যায়। বিজিবি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের কমান্ডো প্রশিক্ষণ সীমান্ত রক্ষা ও নিজেদের আত্মরক্ষার্থে বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি উভয় দেশের সরকার ও সৈনিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব আরো জোরদার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।