পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : অশ্লীল ভাষা প্রয়োগসহ ছাত্রীদের সাথে অশোভন আচরণ করার অভিযোগে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আরফকে বরখাস্ত করা হয়েছে।গতকাল রোববার অভিভাবকরা তার বিরুদ্ধে অভিযোগ তুললে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছারোয়ার হোসেন ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করেন।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি বিভাগের শিক্ষক মো. আরিফ ছাত্রীদের সাথে অশোভন আচরণে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে অনেক অভিভাবকই স্কুলটির প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে’র কাছে মৌখিকভাবে অভিযোগ করে আসছিলেন। কিন্তু তিনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন।
এদিকে একই স্কুলে কোচিং বাধ্যতামূলক করা হয। কিন্তু কোচিং করতে অস্বীকৃতি জানানোর কারণে রোববার বেশ ক’জন ছাত্রীর প্রবেশপত্র আটকিয়ে দেয়া হয়। এমন অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছারোয়ার হোসেন। তিনি ঘটনাস্থলে এলে অভিভাবকরা ইংরেজি শিক্ষিকের অশ্লীল আচরণের ব্যাপারটিও তার কাছে অভিযোগ করেন।
অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে মো. ছারোয়ার হোসেন স্কুলের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে’র কাছে জানতে চাইলে ব্যাপারটি তিনিও শিকার করেন। এরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছারোয়ার হোসেন আরিফের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
মো. ছারোয়ার হোসেন বলেন, একজন শিক্ষক অশোভন আচরন ও অশ্লীল ভাবে শিক্ষার্থীর সাথে কথা বলতে পারে তা কোন মতেই কাম্য নয়। আপাতত তাকে সাময়িক বরখাস্ত করা হলো। পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।