Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা নুরু হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রামে হরতাল পালিত : বিভিন্ন স্থানে হামলা লাঠিচার্জ : আহত শতাধিক গ্রেফতার-২০
ইনকিলাব রিপোর্ট : সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদের সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। নুরুর জন্মস্থান চট্টগ্রামে অর্ধ দিবস হরতাল পালন করেছে স্থানীয় ছাত্রদল।
কর্মসূচি চলাকালে চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জ, রংপুর, সুনামগঞ্জ, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী। পুলিশ গ্রেফতার করেছে ১৫ জনকে। মিছিলে হামলা ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
গত বৃহস্পতিবার ছাত্র দলের এই কেন্দ্রীয় নেতাকে রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ভোরে তার লাশ রাউজান উপজেলার পাগুয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈইয়াপাড়া এলাকায় পাওয়া যায়। ঘটনার পরদিন গায়েবানা জানাজা করেছে বিএনপি
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নুরুর স্বজনদের দাবি, সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতার শিকার হয়েছেন ছাত্রনেতা নুরুল আলম নুরু। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যই তাকে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। এই পৈশাচিক হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে- এমন হুশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ঢাকা : ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল অভিমুখে রওনা হলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে ২৫-৩০ জন আহত হয়। মিছিল থেকে পুলিশ গেন্ডারিয়া থানা ছাত্রদল যুগ্ম সম্পাদক আল আমিন, আহি আলমসহ ৫ জনকে গ্রেফতার করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান। মিছিলে অন্যদের মধ্যে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, মামুন বিল্লাহ, আব্দুুল ওয়াহাব, ইখতিয়ার রহমান কবির, জহিরুল ইসলাম বিপ্লব, আবু আতিক আল হাসান মিন্টু, মনিরা আক্তার রিক্তা, তরিকুল ইসলাম টিটু, সামসুজ্জোহা সুমন, সাহাবুদ্দিন মুন্না, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আতিকুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মোহাম্মদ রাসেল, আব্দুর রহিম হাওলাদার সেতু, মোঃ মিজানুর রহমান সোহাগ, আবুল হাসান, নুরুল হুদা বাবু, ফয়েজ উল্লাহ ফয়েজ, আজিজুর রহমান আজিজ, শহীদুল ইসলাম সোহেল, সামসুল আলম রানা, কাজী মোখতার হোসেন, মুশফিকুর রহমান লেলিন, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা উর্মি, মেহবুব মাসুম শান্ত, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, ওমর ফারুক মুন্না, এ বি এম মহসিন বিশ্বাস, খন্দকার আল আশরাফ মামুন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোঃ উল্লাহ চৌধুরী ফয়সাল, খন্দকার মোশতাক আহম্মেদ, জসীম উদ্দীন, আরিফা সুলতানা রুমা, এস এম জাহাঙ্গীর, রাজিব আহসান পাপ্পু, শফিকুল ইসলাম মিঠু, আনোয়ার জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, সুমন দেওয়ান, মিজানুর রহমান সুমন, নাছির উদ্দিন শাওন, সাঈদুর রহমান রয়েল, হাবিবুর রহমান হাবিব, আমির আমজাদ মুন্না, শাহীন আখন্দ, জাকির হোসেন, মাহফুজুর রহমান মাহফুজ, কোয়েল হোসেন, রকিবুল হাসান হাওলাদার, শরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
মাগুরায় ২ ছাত্রদল নেতা আটক
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় গতকাল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিল থেকে ছাত্রদলের ২ নেতাকর্মীকে আটক করেছে।
ছাত্রদলের সভাপতি এ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির জানান, ছাত্রদল নেতা নুরু হত্যার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার দুপুরে জজ কোর্টের সামনে থেকে জেলা ছাত্রদল একটি মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিলটি শহরের চৌরঙ্গীমোড় ঘুরে কেশব মোড় এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম (৩২) ও অমিত সরকার (২৮) কে আটক করে নিয়ে যায়।
ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে বাধা
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বাধা দিয়েছে পুলিশ। রোববার ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে শহরের কেপি বসু সড়কে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা। সকাল ১০টায় মিছিল বের করার উদ্যোগ দেয়া হলে পুলিশ বাধা প্রদান করে এবং ব্যানার কেড়ে নেয়। ফলে বিক্ষোভ মিছিল না করেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে ফিরে যায়। এ সময় ছাত্রদল নেতা আরিফুল ইসালাম আনন, কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায় কবীর, নাজিম উদ্দীন, সাইফ মাহমুদ মোমিন, এস এম সোমেনুজ্জামান, মিরাজুল ইসলাম, আব্দুস সালাম, আবিদুর রহমান নয়ন, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মুশফিকুর রহমান মানিক প্রমুভ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান এড আব্দুল আলীম ও জিয়াউল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : তারাকান্দায় রোববার দুপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ছাত্রদল নেতা আবুল কলাম আজাদ, রায়হান শরীফ হলোদ, শহিদুল মন্ডল, আজাহারুল ইসলাম রকি প্রমুখ।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ