Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উগ্র সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে আ’লীগের নেতাকর্মীকে কাজ করতে হবে : ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলাবিরোধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবসে আদর্শের ভিত্তিতে দেশের সকল উগ্র সা¤প্রদায়িক শক্তিকে নির্মূল করার শপথ গ্রহণ করতে হবে। আর এ চ্যালেঞ্জ  মোকাবেলায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। তিনি জানান, দলীয়শৃঙ্খলা ও দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়ে সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।
গতকাল রোববার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ টেনে এ কথা বলেন কাদের।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। কারণ, দলের মেজর সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী কমিটিতে গ্রহণ করা হয়।
কাদের বলেন, বৈঠকে পার্টির শৃঙ্খলা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন এবং আগামীতে আরো কিছু নির্বাচন রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হবে। আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায় দলীয় শৃঙ্খলা এবং দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাঠানো হবে। তিনি আরো বলেন, আগামী ১২ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে মেহেরপুর মুজিবনগরে আওয়ামী লীগের জনসভাকে সফল করার জন্য খুলনা বিভাগের অধীন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আওয়ামী লীগের এক মতবিনিময় সভা হয়।
সভায় ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবসে আদর্শের ভিত্তিতে দেশের সকল উগ্র সা¤প্রদায়িক শক্তিকে নির্মূল করার শপথ গ্রহণ করতে হবে। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আহŸায়ক এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সদস্য সচিব করে মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।
কাদের বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা র‌্যালী রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হবে। র‌্যালীর দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংস্কৃতিক কমিটি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাঈলী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  দেলাওয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের জঙ্গীবাদ প্রতিরোধে অসামান্য অবদান রাখার জন্য সেনাবাহিনী, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করা হয়েছে বলেও জানান।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ