Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানীতে নিñিদ্র নিরাপত্তা

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ নয়

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ পরা যাবে না। বহন করা যাবে না কোন ধরনের ব্যাগ, পোটলা, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু ও ছুরি। গতকাল রোববার বাংলা নববর্ষ উপলক্ষে ডিএমপি সদর দফতরে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া একথা বলেন।
বর্ষবরণের অনুষ্ঠানে ইভটিজিং প্রতিরোধেও থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম।
আছাদুজ্জামান মিয়া বলেন, আসন্ন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ-১৪২৪ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপি ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে নগরবাসীকে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ, ব্যাগ, পোটলা, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি নিয়ে না আসার জন্য আহŸান জানানো হয়েছে।
আগামী ১৪ এপ্রিল ঢাকাসহ সারাদেশে পহেলা বৈশাখ উদযাপন হবে। সা¤প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও নারী লাঞ্ছনার ঘটনা মাথায় রেখে এবারের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে।
ঢাকায় বর্ষবরণের নিরাপত্তা প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রা। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির কন্ট্রোলরুম থেকে পুরো এলাকা সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। রমনা পার্কসহ রাজধানীর অন্যান্য বর্ষবরণ অনুষ্ঠানের ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে। এছাড়া ইভটিজিং প্রতিরোধেও থাকবে বিশেষ টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ