Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে মানুষের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা

জঙ্গি আস্তানা নির্মূল

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

এস এম উমেদ আলী : মৌলভীবাজারের দু’টো জঙ্গি আস্তানা সোয়াট অপারেশন হিটব্যাক ও ম্যাক্সিমাস নামে পৃথক অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেয়ার পরও ঐ এলাকার মানুষ উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন। নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানার আসে পাশের বাড়িতে পুরুষ ছাড়া কাউকে দেখা যায়নি। পুলিশ প্রহরায় রয়েছে নিয়ন্ত্রণে নেয়া জঙ্গি আস্তানা।
প্রবাসী সাইফুল ইসলামের নাসিরপুরের বাড়িটি প্রায় ২ মাস আগে ভাড়া নেয় এক জঙ্গি। ভাড়া নেয়ার পর পরিবার পরিজন নিয়ে উঠে তারা বাড়িতে। সচরাচর বাড়ি থেকে বের হতোনা, আর বের হলে কারো সাথে কথা বলত না।
প্রবাসী সাইফুল ইসলামের অপর বড়হাটের বাড়ি প্রায় ২ বছর আগে জঙ্গিরা ভাড়া নেয়। নিয়মিত ভাড়া পরিশোধ করায় তার কেয়ার টেকারের মাধ্যমে ২০ কিলোমিটার দূরে নাসিরপুরের বাড়িটি ভাড়া নেয় তারা। সোয়াটের হিট ব্যাক অপারেশনে গত বৃহস্পতিবার নাসিরপুর ও শনিবার বড়হাটের জঙ্গি আস্তানাটি নিয়ন্ত্রনে নেয়।
বৃহস্পতিবার ৩০ মার্চ সোয়াতের অভিযানে জঙ্গি নিধন হলেও ভয় কাটছেনা তাদের। অপারেশন ‘হিট ব্যাকের’ কথা স্মরণ হলে এখনো তারা আঁতকে উঠছেন। ওই অভিযানের গোলাগুলি আর বোমা বিস্ফোরণের শব্দ এখনো যেন কানে বাজছে তাদের। মায়ের কোলের শিশুরা ওই অভিযানের পর থেকে ভয়ে জড়োসড়ো। আবাল বৃদ্ধ কেউই ভুলতে পারছেন না ওই দুই দিনের ঘটনা। অপারেশন ‘হিট ব্যাকে’ নিহত ৪ শিশু, ২ মহিলা ও ১ পুরুষ ছিল অল্পদিনের পরিচিত প্রতিবেশী। যারা তাদের আশপাশের বাড়ির লোকজনের সাথে কম মিশত আর একা থাকতে বেশি পছন্দ করত। ওই জঙ্গি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে আসা এতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর গণমাধ্যম কর্মী এর আগে কখনো দেখনি গ্রামবাসী। হঠাৎ জঙ্গি তান্ডবে তাদের এমন বেহাল দশা।
রোববার সরেজমিন গ্রামটি ঘুরে দেখা গেল এমন দৃশ্য। গ্রামবাসীর সাথে কথা হলো অজানা ভয়ে কেউ ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে মুখ খুলতে নারাজ।
টানা ৮২ ঘন্টা অভিযানে অভিযান শেষে নাসিরপুরের আস্তানা থেকে ৪ শিশু ২ নারী ও এক যুবকের খন্ড-বিখন্ড লাশ ও বড়হাটের আস্তানা থেকে এক নারী ও যুবকের লাশ নিয়ে আসা হয় সদর হাসপাতালের মর্গে। মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ পলাশ রায় জানান। এরই মধ্যে ময়না তদন্তের কাজ সম্পন্ন শেষে ১০টি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে সোয়াট সহ আইনশৃংখলা বাহিনীর অভিযান শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ