পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার ও প্রশাসন আন্তরিক থাকলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন তার প্রমাণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সব সময় নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। গতকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তাই মেনে নেবে। সংবিধানে যা আছে এর বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নেই।
নাসিম বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ও তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রকারীদের জবাব দেবে।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে ৭১-এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পরাজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূল উৎপাটন করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হবার আহŸান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল পেশাজীবীবের ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের চক্রান্ত মোকাবেলা করতে হবে।
নাসিম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে রোগীদের সঠিকভাবে সেবা দিতে বিএমএ নেতাদের প্রতি আহŸান জানান।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।