পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের একাত্মতার কথা পুনর্ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সফররত ফিলিস্তিনের সংসদীয় প্রতিনিধি দলের সাথে গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফিলিস্তিনি প্রতিনিধিরা ঢাকায় অনুষ্ঠানরত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে যোগদানের পাশাপাশি সচিবালয়ে এ বৈঠক করেন।
ফিলিস্তিনি দলনেতা আজ্জাম আল আহমদ এমপি এসময় সম্প্রতি ইসরাইলের সংসদ নেসেটে পাস হওয়া আবাসন নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ফিলিস্তিনের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে বলেন, এ আইনের মাধ্যমে ইসরাইলিরা ফিলিস্তিনিদের বসবাসরত ভ‚মি জরদখলের সুযোগ পাবে, যা মানবাধিকার ও জাতিসংঘ স্বীকৃত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিন আশা করে বাংলাদেশ এ বিষয়ে মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।
তথ্যমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে এ বিষয়ে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।দলনেতা আজ্জাম আল আহমদ এমপি’র সাথে আবদেল রহিম বারহাম এমপি, ফিলিস্তিন সংসদ কর্মকর্তা বাশার সুলাইমান এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মিশনপ্রধান ইওসেফ রামাদান তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।