Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি মারা পড়ে কিন্তু ধরা পড়ে না ড.জাফরুল্লাহ চৌধুরী

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই কেন দেশে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। তিনি বলেন, জঙ্গি অভিযানে জঙ্গি মারা পড়ে কিন্তু ধরা পড়ে না, এটা কিসের ব্যর্থতা? এটা কি ভারতীয় ‘র’-এর ব্যর্থতা? গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মোড়েলগঞ্জের পানগুছি নদীর উপরে ব্রিজ নির্মাণ ও নদীতে স¤প্রতি ২২ জনের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। ড.জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসলে জঙ্গিবাদের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো হচ্ছে আর কিছুই নয়, তাই জনগণকে সচেতন থাকতে হবে। জনগণের কোথাও নিরাপত্তা নেই বলে মন্তব্য করে রাজনীতির এই বিশ্লেষক বলেন, রাস্তা দিয়ে হাঁটবেন হঠাৎ গুম হয়ে যাবেন, রোগী হয়ে ডাক্তারের হাতে মারা যাবেন। সরকার চিকিৎসা আইন করছে সেখানে ডাক্তারের নিরাপত্তা আছে অথচ রোগীর নিরাপত্তা নেই। তিনি বলেন, রাস্তাঘাটে মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে। সংঘবদ্ধ হয়ে সবাইকে ন্যায্য দাবিতে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দেশে আজ যে নিরাপত্তাহীনতা তার একমাত্র কারণ ভারতীয় আধিপত্যবাদ বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধের এই সংগঠক। মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাবেক পুলিশ সুপার এম এ খালেক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ