Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের রাজনীতিতেও প্রতিবন্ধী আছে -মোহাম্মদ নাসিম

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতেও প্রতিবন্ধী আছে। তিনি বলেন, যারা ইলেকশনকে আনফেয়ার বলে আর রেজাল্টকে ফেয়ার বলে তারা রাজনৈতিক প্রতিবন্ধী।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তাই মেনে নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় প্রতিবন্ধী শিশুদের সেবার দিক থেকে বিপ্লব হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, তারা সবাই মানবিক কাজ করছে। পুতুলের কারণে আজ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী মানুষকে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ