Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গল শোভাযাত্রা হিন্দু ধর্মীয় মূর্তি সংস্কৃতি পালনে মুসলমানদের বাধ্য করা যাবে না : জমিয়তে উলামায়ে ইসলাম

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মঙ্গল শোভাযাত্রা হিন্দু ধর্মীয় সংস্কৃতি। এ জাতীয় সংস্কৃতি পালনে মুসলমানদের বাধ্য করা যাবে না। এটা পালন করলে বা বিশ্বাস করলে মুসলমানদের ঈমান থাকবে না। মোঙ্গল শোভাযাত্রা ও মোঙ্গলকাব্য সবই হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ। হিন্দুদের ধর্মবিশ্বাস মতে শ্রী কৃষ্ণের জন্ম হয়েছে অশুভ শক্তিকে বিনাশ করতে। তাই তারা অকল্যাণ তাড়াতে প্রতি বছর শ্রী কৃষ্ণের জন্মদিনে মোঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। অন্যদিকে মোঙ্গলকাব্য হলো হিন্দুদের দেব-দেবীর গুণকীর্তন। তাই প্রতিটি মোঙ্গলকাব্যে একেকজন দেবতার গুণকীর্তন করা হয়েছে। সুতরাং কোনো মুসলমান এসব সংস্কৃতি পালন বা বিশ্বাস করতে পারে না। গতকাল এক বিবৃতিতে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। বিবৃতিহতে তিনি আরো বলেন, হিন্দুরা তাদের বিশ্বাস অনুযায়ী মোঙ্গলের প্রতীক হিসেবে পেঁচা, রামের বাহন হিসেবে হনুমান, দুর্গার বাহন হিসেবে সিংহ, দেবতার প্রতীক হিসেবে সূর্য ইত্যাদি নিয়ে শরীরে দেবদেবী ও বিভিন্ন জন্তুর প্রতিকৃতি ধারণ করে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে এবং এর মাধ্যেমে তারা পূর্জা-অর্চনা করে। এমতাবস্থায় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কী করে আগামী পয়লা বৈশাখে সারাদেশে সরকারিভাবে মোঙ্গল শোভাযাত্রার আয়োজনের ঘোষণা দেন তা আমাদের বোধগম্য নয় এবং কোনো ধর্মপ্রাণ মুসলমানের কাছে তার এই ঘোষণা গ্রহণযোগ্যও নয়। মাওলানা আফেন্দী বলেন, অবিলম্বে সংস্কৃতিমন্ত্রীকে এই ঘোষণা এবং মাউসিকে নির্দেশ প্রত্যাহার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ