Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় ফরাসী রাষ্ট্রদূতের উদ্বেগ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : জঙ্গি তৎপরতা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সাধারণ মানুষের মতো কিছুটা চিন্তার ভাঁজ ঢাকার কূটনীতিক মহলে। অপরদিকে এমন পরিস্থিতি উত্তরণে এখনই একটি সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। চট্টগ্রাম থেকে মৌলভীবাজার। মাঝে সিলেট ও ঢাকা। মার্চ মাস জুড়ে একের পর এক জঙ্গি তৎপরতা ও আত্মঘাতী হামলার ঘটনায় আতঙ্কিত সব মহল। যা ছড়িয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মাঝেও। বেসরকারী টিভি চ্যানেল টোয়েন্টিফোর-এর সাথে আলাপকালে এসব ঘটনা চলতে থাকলে আগামী দিনগুলোতে এই উদ্বেগ আরও বাড়বে বলে মনে করছেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যার্বাট।
অ্যার্বাট বলেন, আত্মঘাতী বোমা হামলার ঘটনাগুলো এমন, যা একবার শুরু হলে, একটার পর একটা ঘটতেই থাকবে। কিন্তু বাংলাদেশের এমন ঘটনাগুলো সত্যি ভাবিয়ে তুলেছে আমাকে। কারণ এমন ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধকে সক্রিয় করে তোলে। যদিও পৃথিবীর অনেক দেশে এগুলো নিয়মিত ঘটনা। বাংলাদেশে আমি এমনটা কখনই আশা করি না। কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা দেখেছি।
সা¤প্রতিক ঘটনাবলিতে কূটনীতিকদের উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরাও। পরিস্থিতি উত্তরণে একটি সমন্বিত পরিকল্পনা নেয়ার আহবান জানিয়েছেন মেজর জেনারেল (অব:) মুনিরুজ্জামান। জঙ্গিদের এমন তৎপরতাকে সহজভাবে দেখছেন না এই নিরাপত্তা বিশ্লেষক। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কৌশল ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ