Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিপরায়ণরাই জাতির কলঙ্ক

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শেষ দিনের কর্মসূচিতে দুদক চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমার সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে জাগি, তা হলে জাতি অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতিপরায়ণরাই এই দেশের কলঙ্ক। দুর্নীতির কলঙ্ক আমার রাখতে চাই না। গতকাল শনিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ শেষ দিনের কর্মসূচির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বিতর্ক, কার্টুন, রচনা ও পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ছয়টি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করে দুর্নীতি দমন কমিশন।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের সম্পদ হলো আগামী প্রজন্ম, তাই আমরা তাদের নৈতিকমূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে সম্পৃক্ত করছি। এরাই হবে আমাদের ভবিষ্যৎ জনসম্পদ কিন্ত প্রশ্নফাঁসের পরীক্ষা তাদেরকে সম্পদে পরিণত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পড়া-শোনার মাধ্যমে জ্ঞানার্জন করতে হবে। পেশিশক্তি কোনো শক্তি নয়, জ্ঞানই শক্তি এর কোনো বিকল্প নেই। সমাজে শক্তিমানরাই টিকে থাকে দুর্বলরা বাঁচতে পারে না। তাই শক্তি অর্জন করতে হবে।
দুর্নীতি প্রতিরোধ সপÍাহ সফলভাবে সম্পন্ন করায় দুদক চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যম, সুশীল সমাজসহ সকলকে কমিশনের পক্ষ থেকে অভিনন্দন জানান। এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, সাভার মডেল কলেজের ছাত্রী মুসলিমা আক্তার দিনা, রাজশাহী কলেজের ছাত্রী ওয়াহিদা মাহজাবীন, খুলনা জিলা স্কুলের ছাত্র ইয়াছিন আরাফাত লিমন, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ