Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলেল ভালোবাসায় আবেগ-আপ্লুত সাক্কু

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : নগর অভিভাবকের আসনে দ্বিতীয়বারের মতো বসতে নিজের বিজয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন এবং নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর অভূতপূর্ব বিজয়ে নানুয়াদিঘী এলাকার বাসভবনে ঢল থামছে না লোকজনের। দলের নেতা-কর্মী, সমর্থক ছাড়াও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এমনকি শিশুরাও শুভেচ্ছা-অভিনন্দন জানাতে ভিড় করছে সাক্কুর বাসায়। দিন কিংবা রাত যে যখনই সুযোগ পাচ্ছেন নগরীর নানুয়াদিঘী এলাকার বাড়িতে গিয়ে মেয়র সাক্কুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। সাক্কুকে ঘিরে নানুয়াদিঘী এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠছে প্রতি মুহূর্তে। গত দুইদিন ধরে অব্যাহত এ দৃশ্য শনিবারেও ব্যত্যয় ঘটেনি।
প্রতিদিন হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মেয়র মনিরুল হক সাক্কু। আবেগ আপ্লুত হয়ে পড়ছেন তিনি। বিজয়ের আনন্দাশ্রæও চোখের কোণে টলমল করতে থাকে। শনিবার সকালে নানুয়াদিঘী এলাকার বাসভবনে অভিবাদন জানাতে আসা হাজারো মানুষের উদ্দেশ্যে সাক্কু বলেন, আমার এ জয় আপনাদের জয়। নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার কর্মী-সমর্থকদের হয়রানি, গ্রেফতার চলছিল আর ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে প্রতিপক্ষের পেশিশক্তি, প্রভাব বিস্তার চলছিল ঠিক তেমনি এক প্রতিকূল সময়ে আমার প্রাণপ্রিয় ভোটাররা আশঙ্কা নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। দলের নেতা-কর্মী সমর্থকরা সেই কঠিন পরিস্থিতিতে যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা আমাদের বিজয়ের পথকে তরান্বিত করেছে। কারণ, আমরা বিশ্বাস করি সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির এ নির্বাচনী লড়াইয়ে সব শ্রেণি-পেশার মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছে। সাক্কু বলেন, নগরবাসী সেই পরিস্থিতি থেকে আমাকে আল্লাহর অশেষ কৃপায় সম্মানের জায়গায় স্থান করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বড় বেশি ঋণী হয়ে গেলাম। আমি যেনো সঠিকভাবে আমার দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনাদের তথা নগরবাসীকে প্রকৃত সেবা দিয়ে সেই ঋণ শোধ করতে পারি এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
নবনির্বাচিত মেয়র সাক্কু আরও বলেন, আমি বিশ্বাস করি, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সবাই আমাকে ভোট দিয়েছেন। আমি কোনো দলের নই, নগরবাসীর মেয়র। আমার চোখে সবাই সমান। এই নগরীর প্রায় দশ লাখ মানুষ আমার প্রিয়জন। আমার আপনজন। নবনির্বাচিত মেয়র সাক্কু দলের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমার জন্য শুরু থেকে যে পরিশ্রম করেছেন এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আপনাদের মতামত, পরামর্শ আমার বিজয়ের পথকে সুগম করেছে। প্রচারণার সময় আমি যেখানে যেতে পারিনি আপনারা আমার হয়ে সেইসব ভোটারের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা চেয়েছেন। আপনাদের দায়িত্বশীলতায় ভোটাররা আশঙ্কার মাঝেও ভোট কেন্দ্রে যেতে পেরেছে। আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য নেতা-কর্মীদের অনুরোধ নগরবাসী মূল্যায়ন করেছে। আমি দলমতের ঊর্ধ্বে আপনাদেরই মেয়র। জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছে, আমি চেষ্টা করবো নগরবাসীর প্রত্যাশিত কাজগুলো দ্রæত সমাধান করতে। শুভার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য শেষে বেলা ১২টায় নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা জেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিক বেগম রাবেয়া চৌধুরীর বাসভবনে যান। তিনি রাবেয়া চৌধুরীকে সালাম করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল কবীর সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ