পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এর মধ্যে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সীমান্ত সম্মেলন। যা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন সেই দেশের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ মায়ো শোয়ে উইন। গতকাল শুক্রবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে যোগদানের উদ্দেশে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল আজ ১ এপ্রিল ঢাকা আসবে। অপরদিকে, বিজিবির অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে। কাল ২ এপ্রিল সকাল সাড়ে নয়টায় পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ হচ্ছে দুই প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা। মিয়ানমারের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে ইয়াবা পাচাররোধ ও ইয়াবা উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে বলেও জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।