পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : শারীরিক চেকআপ শেষে রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানের ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে হয়রত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ।
গত ২৬ মার্চ রাতে মির্জা ফখরুল সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ সারেন, ঘাড়ের ক্যারোটিভ আর্টারি ও লিভার জটিলতার চিকিৎসা নেন।
গত বছর কারাগারে বন্দি থাকাবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ক্যারোটিভ আর্টারিতে বøক ধরা পড়ে। পরে সুপ্রিম কোর্ট তার অসুস্থতা বিবেচনায় করে তাকে জামিন দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে কয়েকদফা চিকিৎসার জন্য যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পর পর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হয়।
সর্বশেষ গত বছরের ৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে যান। ওই সময়ে তিনি সিঙ্গাপুরে র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।