Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুসিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইসি ব্যর্থ -রিজভী

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের যথেষ্ট ঘাটতি ছিলো বলে মন্তব্য করেছে বিএনপি। গতকাল  শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিলো। বর্তমান সিইসি যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেনো, তিনি কুমিল্লায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছেন। যদি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হতো, তাহলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগের যে টার্ণ আউট ভোটারদের উপস্থিতি হচ্ছে, শতকরা ৭ ভাগ থেকে ৭০ ভাগের অধিক। সেই জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের ভয়ভীতির কারণে টার্ণ আউট হয়েছে শতকরা ৬৩ ভাগ। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো তাহলে ভোটের ব্যবধান হতো অর্ধলক্ষাধিক।  
কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নাজমুল হুদার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া- অর্থাৎ উনি আংশিক স্বীকার করেছেন, সম্পূর্ণ স্বীকার করেননি। আমরা মনে করি, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার বাস্তব যে ঘটনা ঘটেছিলো, তার বলা উচিত।  
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কুমিল্লা সিটি নির্বাচন প্রমাণ করে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। আওয়ামী লীগের নেতারা ঘুমিয়ে ঘুমিয়ে বক্তব্য দেন বলে-এই ধরনের কথা বলেন। এই ধরনের বিবৃতি না দিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বা মন্ত্রিত্ব কোনটাই থাকবে না, এটা তারা দেবেন, এটাই স্বাভাবিক।
কুমিল্লার সিটি নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুর ১১ হাজার ভোটে হারিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগরের ভোটারদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের এতো অনাচার, সন্ত্রাস ভেদ করে কুমিল্লার সিটি করপোরেশনের সাহসী ভোটাররা ভোট দিতে গেছেন এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুকে বিজয়ী করেছেন। এটা দুঃশাসনের বিরুদ্ধে জনগণের একটা বিশাল বিজয়।  
আমি দলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থী, কুমিল্লা সিটি করপোরেশনের ভোটারবৃন্দ, নাগরিকগণ এবং জনসাধারণ, কর্তব্য পালনরত গণমাধ্যমের সাংবাদিকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।  
রিজভী অভিযোগ করে বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, জোর করে সিলমারাসহ নানা অনিয়ম হয়েছে। ভোট শুরুর দু’দিন আগ থেকে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ক্যাডার ও পুলিশ বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করেছে। নির্বাচনের আগের দিন রাতে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়েছে। যাতে করে ওইসকল নেতা কোনো কেন্দ্রে দায়িত্ব পালন করতে না পারেন।  
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মোসাদ্দেক হোসেন বুলবুল, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ