পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির বিজয়ী মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের বিজিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার রাতে ভোটের ফলাফল মেনে নিয়ে তিনি সাক্কুকে অভিনন্দন জানিয়ে নগর উন্নয়নে তার পাশে থেকে সহযোগিতা করার আশাবাদও ব্যক্ত করেন। তিনি আরও বলেছেন মেয়র সাক্কু যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দেবো।
সাক্কুর প্রতি সীমার এই অভিনন্দন বার্তা কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে পারস্পরিক সম্পর্কের উত্তরণ ঘটাবে বলে অভিমত পোষণ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, যেখানে আমাদের দেশে এখনো প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে পরস্পরের কঠোর সমালোচনা, গালমন্দ বিরাজ করছে। সেখানে আওয়ামী লীগের বিজিত প্রার্থী সীমার এ অভিনন্দন নিঃসন্দেহে আগামীর কুমিল্লা নগরকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে। কেননা কাদা ছোঁড়াছুঁড়ি, অনৈক্য উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে একজন পরাজিত প্রার্থীর এমন মনোভাব রাজনৈতিক ও নির্বাচনী কালচারকে আলোর পথে এগিয়ে নেবে।
প্রসঙ্গত, ২০১২ সালে কুমিল্লা সিটির প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কুর কাছে সীমার পিতা আফজল খান পরাজিত হয়েছিলেন। তখন সীমা সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচিত হয়ে সাক্কুর পরিষদে থেকে সিটি কর্পোরেশনের উন্নয়নে ভুমিকা রেখেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।