Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে গরু জবাই করলে যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গরু জবাইকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ভারতের গুজরাট রাজ্যে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় গরু জবাই করার অপরাধে কারো পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে যাবজ্জীবন কারাদন্ডও হতে পারে। গরুর গোশত পরিবহন করার অপরাধে ১০ বছরের কারাদন্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনটিতে।
এই বিষয়ে ভারতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠোর আইন। নতুন এই আইনে বলা হয়েছে, এই অপরাধে কাউকে গ্রেফতার করা হলে তাকে জামিনও দেওয়া হবে না। এই অপরাধের জন্যে জরিমানারও বিধান রাখা হয়েছে। এই জরিমানা ৫০ হাজার থেকে এক লাখ রুপি।
এর আগ পর্যন্ত সাত বছরের কারাদন্ডের বিধান ছিলো। কিন্তু এখন সেটিকে বাড়িয়ে যাবজ্জীবন করা হলো।
ভারতে হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি।
গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রাণীটি ভারতীয় সংস্কৃতির প্রতীক। তিনি জানান, রাজ্যের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই এই আইনটি তৈরি করা হয়েছে।
তবে বিরোধী কংগ্রেস দলের একজন রাজনীতিক বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট পাওয়ার জন্যেই ক্ষমতাসীন বিজেপি এই আইনটি পাস করেছে। আগামী শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। সূত্র: বিবিসি বাংলা।



 

Show all comments
  • Nur- Muhammad ১ এপ্রিল, ২০১৭, ১১:৪৮ পিএম says : 0
    হাইস্কুলে পড়ার সময় তপন রায় নামে আমার খুব কাছের এক হিন্দু বন্ধু ছিল। তপন আর আমাদের বাড়ী কাছা কাছিই ছিল। তাই তার সাথে আমার সাখ্যতা ও বেশী ছিল। স্কুল ছুটির পর দুই জন এক সাথে থাকতাম। খেলার মাঠে ও থাকতাম। এমন কি রাত্রে প্রায় একই বিছানায় ঘুমাইতাম। স্কুল যখন লন্বা ছুটি (রমজান,গ্রীষ্ম,বাষিক পরীক্ষারর পর) হত, তপন তখন তার মামা ও নিকট আত্নীয়র বাড়ী ভারত বেড়াতে যেত। ঐ সময়টি আমার কাছে বিরহ ই মনে হত। তপন আসলে আমি প্রফুল্ল হতাম।আনন্দ পেতাম। তপন আমার জন্য কিছু না কিছু আনত। আর বিশেষভাবে ভারতীয় কালচার, রাজনীতির অনেক গল্প বলত। তখন থেকেই বিজেপি র কথা শুনতাম। বিজেপি কেমন দল? প্রশ্ন করলে তপন বলত, মনে কর আমাদের দেশের জামায়েত ইসলাম। জামায়েত ক্ষমতায় আসলে, আমাদের হিন্দুদের যেমন আসুবিধা হবে তেমনি বিজেপি ক্ষমতায় আসলে ভারতের মুসলমানদের বেশ অসুবিদ হবে। তারা গরু জবাই বন্ধ করবে। মুসলমানদের উপর আত্যাচার করবে। আজ হতে প্রায় ৩৫ বৎসর পূর্বের তপনের কথা সঠিক হল। তপনের কথায় ভারতের জামায়েত বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করছে, আর মুসলমানদের উপর ষ্টিমরোলার চালাচ্ছে। এত বৎসর পূর্বে তপনের মাথায় এমন একটি সত্য ধারনা আসায় প্রিয় বন্ধু তপনকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ