Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজাদ দেশের জন্য জীবন বাজি রাখেন-আইজিপি

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ প্রতিটি মুহূর্তে দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টার্সে র‌্যাবের সদ্য মরহুম গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদের নামাজে জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আবুল কালাম আজাদের আত্মার শান্তি কামনা করে শহীদুল হক বলেন, সাহসিকতার কারণেই তিনি র‌্যাবের মতো একটি বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এ ধরনের সৎ ও সাহসী কর্মকর্তা চলে যাওয়া দেশের জন্য বিশাল ক্ষতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ