Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তা নির্বাচিত

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তা ৯৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু ৪২ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রিজাইডিং অফিসার এবং স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপ-নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ছিলেন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২৫টি। ব্যালট পেপার ছেঁড়াসহ নানা কারণে ৭৯৪টি ভোট বাতিল করা হয়েছে। দিরাই-শাল্লায় দুই উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১১০টি। ৫ ফেব্রæয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।



 

Show all comments
  • Nur- Muhammad ৩১ মার্চ, ২০১৭, ২:২০ পিএম says : 0
    এমন জয়ে জনগণের কোন যায় আসে না। তবে যে জয় পেল, তার পোয়াবার। জনগণের কষ্টার্জিত টাকায় বেতন ভাতা পাবে। পাবে টেক্স ফ্রি গাড়ী। এমন ও দেখা গেছে, জনগণের টেক্স ফ্রি গাড়ী হতে জনগণের উপর গুলি চালাতে। জনগণের রক্ত ঝড়াতে। গুপ্তার কাছে আবেদন রইল, জনগণের উপর এমন অনাকিঙ্খত ঘটনা যাতে না ঘটে। তা হলেই আমরা কৃতজ্ঞ থাকব। ধন্য হবো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ