Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার অভিনন্দন

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:৪৫ এএম, ৩১ মার্চ, ২০১৭

স্টাফ রিপোর্টার : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুকে বিপুল ভোটে পূনরায় বিজয়ী করায় মহানগরবাসী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
গতরাতে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন এই অভিনন্দন জানান। একই সঙ্গে মেয়র পূননির্বাচিত হওয়ায় সাক্কুকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে দলের মনোনীত ধানের শীষ প্রার্থী মনিরুল হক সাক্কুকে পুনরায় বিজয়ী করার জন্য আমি সিটি করপোরেশনের জনগণ ও ভোটারদের অভিনন্দন জানাচ্ছি।
বিবৃতিতে বেগম খালেদা জিয়া কুমিল্লার সিটি নির্বাচনে কষ্ট স্বীকার করে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য কর্তব্যরত সকল গণমাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে ‘নানা প্রতিকুলতার মধ্যে’ জোট, দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারনায় অংশ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সন।
মেয়র পদে মনিরুল হক সাক্কুর ১১ হাজার ভোটে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে।
২০১২ সালে সীমার বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আফজল  খানকে হারিয়ে কুমিল্লার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা সাক্কু।
নির্দলীয় সেই নির্বাচনে হাঁস প্রতীকের সাক্কুর সঙ্গে আনারস প্রতীকের আফজলের ভোটের ব্যবধান ছিল ২৯ হাজার।

 

২০ দলের অভিনন্দন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দিয়েছে ২০ দলীয় জোট। একই সাথে কুসিকের বাসিন্দাদের প্রতি তারা অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশের (গণমাধ্যমে) পর গতকাল বিবৃতিতে জোটের শরিক দল নেতারা এমন আখ্যা দেন।
বিবৃতিতে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া কুমিল্লাবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, কুসিকে জনরায় প্রমাণ করে বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। জনতার শক্তির কাছে ফ্যাসিবাদী শাসকরা অসহায় কুসিক নির্বাচন তারই প্রমাণ বহন করেছে।
জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো: মঞ্জুর হোসেন ঈসা পৃথক বিৃতিতে বিজয়ী মেয়র ও কুমিল্লার জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, কুসিকে নির্বাচনে জনরায়ের প্রতিফলন ঘটেছে। এই রায় প্রমাণ করেছে এদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে। আরো অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।



 

Show all comments
  • Nur- Muhammad ৩১ মার্চ, ২০১৭, ৭:৫৫ এএম says : 0
    গণতন্রের বিজয়ের জন্য আমি(নূর-- মোহাম্মদ, পোড়াকান্দি, তিতাস, কুমিল্লা) আমার এলাকার পক্ষ থেকে ভোটার, সিটি কর্পোরেশনবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, নির্বাচন কমিশনার, সাক্কু এবং ফলাফল মেনে নেওয়ার জন্য সীমা সহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। সত্য বলতে গেলে, সরকার এই নির্বাচনে বিজয় ছিনায়ে নেওয়ার চেষ্টা করে নাই। তাই তারা ও অভিনন্দন পাওয়ার যোগ্য। অভিনন্দন। অভিনন্দন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ