পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের শেয়ার হোল্ডারগণের উপস্থিতিতে গতকাল ৩০ মার্চ রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্ট এ অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ২০% লভ্যাংশ (১৫% নগদ ও ৫% স্টক) প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শহিদুল আহ্সান ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও এ. কে. এম. সাহিদ রেজা; নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম; পরিচালক- আকরাম হোসেন (হুমায়ুন), এ.এস.এম. ফিরোজ আলম, এম. আমানউল্লাহ, মো. আব্দুল হান্নান, মোরশেদ আলম এমপি, মোশাররফ হোসেন ও ড. মো. রহমত উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তাবৃন্দ ড. তৌফিক রহমান চৌধুরী ও মো. নাসিরউদ্দিন চৌধুরী এবং সম্মানিত শেয়ারহোল্ডার এস এম আব্দুল মান্নান ও এম. এ খান বেলাল। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, মতিউল হাসান, জি.ডবিøউ.এম মোর্তজা, আদিল রায়হান এবং কোম্পানি সচিব সাইফুল আলমসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।