Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলী মডেল থানার ওসির আত্মহত্যা

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গাবতলী উপজেলা সংবাদদাতা : বগুড়া গাবতলী মডেল থানার নবাগত ওসি আ ন ম আব্দুল্লাহ আল হাসান (৫০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন একই থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান। ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার) সকাল ১০টায় গাবতলী থানা ওসির সরকারি বাসভবন (কোয়ার্টার) কক্ষে।
জানা যায়, ওসি আ ন ম আব্দুল্লাহ আল হাসান সকালে থানা সব দায়িত্ব ও কর্তব্য পালন শেষে (সরকারি কোয়ার্টার) বাসার কক্ষে যান। এরপর তিনি গতকাল বুধবার সকাল ১০টায় থানার ভেতরে বাসা (কোয়ার্টার) ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলে আত্মহত্যা করেন। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আমায়েত উল হাসিন তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আত্মহত্যার কারণ জানতে পারেনি। ফলে তার আত্মহত্যার রহস্য এখনো জানা যায়নি। তিনি পারিবারিক বা সাংসারিক কারণে আত্মহত্যা করতে পারেন বলে একাধিক সূত্র জানায়। তবে ঘটনা তদন্ত করা হবে বলে (তদন্ত) নুরুজ্জামান জানিয়েছেন। এ ঘটনায় গাবতলী মডেল থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, ইউডি মামলার ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুপুর ১২টায় গাবতলী থানার উপ-পরিদর্শক এসআই আবু জাররা ওসির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী আব্দুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করলেও কারণ বলতে পারেননি। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান ওসি আব্দুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আ ন ম আব্দুল্লাহ আল হাসান চাকরি জীবনে প্রথমে ২০০২ সালে ময়মনসিংহ থানায় এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ২০১২ সালে পদোন্নতি পেয়ে রাজশাহী সিআইডিতে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গাবতলী মডেল থানায় যোগদান করেন। ওসি আব্দুল্লাহ আল হাসান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা গড়বাড়ী কদমতলা গ্রামের হযরত আলীর পুত্র।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ