Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরিয়ে আনা হয়েছে র‌্যাব গোয়েন্দা প্রধানকে

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অপরিবর্তিত রয়েছে তার অবস্থা। গতকাল (বুধবার) রাত সাড়ে আটটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়। পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হচ্ছে। সেখানে তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে, এখানেও সে চিকিৎসা দেয়া হবে।
সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে গত শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনা হয়েছিল। রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
দোয়া কামনা
সিলেটে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল বুধবার দুপুরে তার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দোয়া চান। বেনজীর আহমেদ লিখেছেন, র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. ক. একে আজাদ অসাধারণ সাহসী বীর ও দেশপ্রেমিক। তিনি দেশের জন্য নিবেদিত, দায়িত্বে অনুগত একজন পরিপূর্ণ পেশাদার অফিসার। পেশাদারিত্বের পাশাপাশি তিনি একজন ফ্যামিলি ম্যান ছিলেন। পরিবার-পরিজন, সহকর্মী ও বন্ধু-বান্ধবের কাছে পছন্দের পাত্র আজাদ এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবনের সঙ্গে সংগ্রাম করছেন। সিলেটের জঙ্গিদের বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। দেশের এ বীর সন্তানের সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।

 



 

Show all comments
  • জান্নাতুল ফেরদাউস ৩০ মার্চ, ২০১৭, ১১:৩৭ এএম says : 0
    আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।
    Total Reply(0) Reply
  • uujhgff ৩০ মার্চ, ২০১৭, ১:০২ পিএম says : 0
    news not clear. so many ????????????
    Total Reply(0) Reply
  • Kazi Mohiuddin Iqbal ৩০ মার্চ, ২০১৭, ১:২০ পিএম says : 0
    May Allah Makes him cure
    Total Reply(0) Reply
  • Rubi Rahman ৩০ মার্চ, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    Allah bless you
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ