Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর একটি দুঃসহ স্মৃতির ভেন্যুতে বাংলাদেশ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রেমাদাসার দর্শকধারণ ক্ষমতা বেশি, আছে ফ্লাড লাইট সুবিধাÑএসব কারণেই সীমিত ওভারের ক্রিকেটে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের গুরুত্ব গেছে কমে অনেক। ২০১১ সালের ফ্রেব্রæয়ারির পর একদিবসীয় ক্রিকেট আয়োজনে ৬ বছর নির্বাসনে থাকা এই ভেন্যুতেই গড়াচ্ছে আগামী ১ এপ্রিল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ! নির্বাসনের আগে এই ভেন্যুর রেকর্ডটাও কিন্তু ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। কারন, এই ভেন্যুর সর্বশেষ ৮ ম্যাচের মধ্যে ৬টিই বৃষ্টির কারনে হয়নি সম্পন্ন। যে ৬টি ম্যাচের মধ্যে ২০০৬ সালে শ্রীলংকা-ভারত ম্যাচে মাত্র ৩.৪ ওভার গড়িয়েছে মাঠে, ২০১১ সালে শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেখানে ক্যারিবিয়ান আদ্রিয়ান বারাথের সেঞ্চুরি (১১৩) গেছে বিফলে! ম্যাচ দু’টি আক্রান্ত হয়েছে বৃষ্টিতে! অন্য ৪টি ম্যাচে গড়ায়নি একটিও বল! ডাম্বুলায় তাসকিনের হ্যাটট্রিক উদযাপন করতে দেয়নি বাংলাদেশকে। ১-০তে সিরিজ এগিয়ে থেকে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠটি থেকে প্রকৃতি কি বিমুখ করবে বাংলাদেশকে? ৬ বছর পর সিংহলিজে ফেরা ওয়ানডে ক্রিকেট এটাই বরং ভাবাচ্ছে বেশি বাংলাদেশ দলকে।
পি সারা ওভালে অতীতের দুঃস্মৃতি ভুলতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল দেশের শততম টেস্ট জয়ে। ডাম্বুলায়ও অতীতের ৩ টি ম্যাচে বড় হারের দুঃসহ যন্ত্রণা লাঘব করতে পেরেছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৯০ রানের জয়ে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অতীতের দুঃসহ যন্ত্রনা কি ভুলিয়ে দিতে পারবে মাশরাফিরা? এটাই প্রশ্ন। কারণ শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের ভেন্যুতে বাংলাদেশের অতীত কিন্তু মোটেও ভালো নয়। ১০ ম্যাচে জয় মাত্র ১টি, তাও আবার হংকংকের মতো আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের এই ভেন্যুতে অন্য ৯টি ম্যাচে হারের ছবিগুলোও কিন্তু কম যন্ত্রণার নয়। কারণ এই ভেন্যুতে শ্রীলংকার কাছে ৭৬ এবং নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে অল আউটের লজ্জা আছে বাংলাদেশের। ১৯৯৭ সালে এশিয়া কাপে ভারতের কাছে ৯ উইকেটে এবং ২০০২সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে ২৪৫ রানের হার এখনো দুঃস্বপ্ন হয়ে বার বার প্রশ্নবিদ্ধ করে সেই পারফরম্যান্সকে।
ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন স্কোরের (৩৮/১০) জিম্বাবুয়ের এই মাঠেই। সেই ম্যাচে ভাসের ৮-৩-১৯-৮ বোলিং ফিগার ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিংও। ফ্লাড লাইটের আলোর সুবিধা নেই বলে দিনেই খেলা শেষ হতে হবে, অন্তত রাতে শিশির কিংবা ফ্লাড লাইটের আলো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না বাংলাদেশকে। তবে এই ভেন্যুর অতীত ব্যাটিং রেকর্ড কিন্তু ওয়ানডে ক্রিকেটে মারমার কাটকাট ব্যাটিংয়ের পক্ষে কথা বলছে না। হয়ে যাওয়া ৬৩ ম্যাচে ২ বারই মাত্র ৩’শ পেরুতে পেরেছে স্কোর। তবে যেভাবে একটার পর একটা দুঃস্মৃতির ভেন্যুতে সুখস্মৃতির রূপ দিচ্ছে বাংলাদেশ দল, তাতে শ্রীলংকা ক্রিকেটের হোম ভেন্যু থেকেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। ১-০তে এগিয়ে থেকে এখন এই স্বপ্ন দেখতেই পারে পুরো দেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ