Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রী নিবন্ধনের তারিখ ১০ এপ্রিল পর্যন্ত বর্ধিত

দ্বিতীয় দিনে ডাটা এন্ট্রির সংখ্যা বাড়ছে

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের নিবন্ধনে আশানুরুপ সাড়া না মেলায় ধর্ম মন্ত্রণালয় অবশেষে আগামী ১০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের তারিখ বর্ধিত করেছে। আগামী ২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। হাব নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় হাব সদস্যদের মধ্য থেকে হাব নির্বাচনের পরে নিবন্ধনের তারিখ বর্ধিত করার দাবি উঠেছে। এখন পর্যন্ত ১০% হজযাত্রী’র পাসপোর্ট হজ এজেন্সিগুলোর কাছে জমা পড়েনি। হজ প্যাকেজের পুরো টাকাও এজেন্সি’র কাছে পৌঁছেনি। চলতি বছর চূড়ান্ত নিবন্ধনে হজযাত্রীদের পাসপোর্ট বাধ্যতামূলক করায় ইচ্ছা থাকা সত্তে¡ও এজেন্সিগুলো নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারছে না। ধর্ম মন্ত্রণালয় গত ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধনের তারিখ ঘোষণা করে। গত দু’দিনে সরকারী ব্যবস্থাপনায় ১৫শ’ ৯ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করেছে। সরকারী ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি হয়েছে ২ হাজার ৫শ’ ২৬ জনের। বেসরকারী ব্যবস্থাপনায় একজন হজযাত্রী’র নিবন্ধন করা হয়নি। তবে বেসরকারী ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি হয়েছে ৮ হাজার ৩শ’ ৪৮ জনের। এদিকে, হাব প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। চলতি বছর নিবন্ধনের সময় হজযাত্রীদের পাসপোর্ট বাধ্যতামূল করায় নিবন্ধন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কারণ এখনো পর্যন্ত গ্রামাঞ্চলের হজযাত্রীদের পাসপোর্ট পাওয়া যায়নি। গত বছর নিবন্ধনের সময় কোনো পাসপোর্ট-এর প্রয়োজন হয়নি। শুরু হজযাত্রীদের ভিসা লজম্যান্টের সময়ে পাসপোর্ট প্রয়োজন হয়েছে। হজ এজেন্সি’র মালিকরা চলতি বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নিবন্ধনে হজযাত্রীদের পাসপোর্ট বাধ্যতামূলকের নিদের্শনা প্রত্যাহার করার জন্য ধর্মমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পাসপোর্ট গত বছরের ন্যায় শুধু ভিসা লজম্যান্টের সময়ে বাধ্যতামূলক করা হলেই জটিলতার নিরসন হবে এবং নিবন্ধন নিয়ে অহেতুক সংকট সৃষ্টি হবে না। একজন হজ এজেন্সি’র স্বত্বাধিকারী এ অভিমত ব্যক্ত করেছেন। হাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হেলাল গতকাল ইনকিলাবের সাথে আলাপকালে বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নিতে হলে ধর্ম মন্ত্রণালয় ও হাবের মধ্যে সকল বিষয়ে আলাপ-আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, শত করা ৯০% ভাগ হজযাত্রীর পাসপোর্ট ও হজ প্যাকেজের টাকা এজেন্সি’র কাছে পৌঁছেনি। এ অবস্থায় আগামী ১০ এপ্রিল নিবন্ধনের সময় বর্ধিত করা হলেও তা’ যথেষ্ট সময় নয়। হাবের ভারপ্রাপ্ত সভাপতি নিবন্ধনের সময় কমপক্ষে আরো এক মাস বর্ধিত করার জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ