Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ওপর ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

গতকাল বুধবার এসংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও এন এন বসির উল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেছেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এ মামলা চলতে পারে না। কারণ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কোনো বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না। এছাড়া মামলাটি রাষ্ট্র করেনি। করেছেন ব্যক্তি। এ কারণে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেন। এ নিয়ে রাজনৈতিক মহলে বির্তক চলতে থাকে। এরপর খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিস পাঠান ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় মন্ত্রণালয়। পরদিন ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তিনি
ওইদিন খালেদা জিয়াকে ৩ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন আদালত। পরে একদফা সময় নিয়ে ১০ এপ্রিল সিএমএম আদালতে হাজির হয়ে জামিন নেন খালেদা জিয়া। পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আসে। ২০১৬ সালের ১০ অগাস্ট এই মামলার অভিযোগ আমলে নেয় আদালত। চলতি বছরের ৫ জানুয়ারি এ মামলার অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। গতকাল এ বিষয়ে শুনানি নিয়ে রুলসহ এ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেয় আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ