পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রিপোর্টার : রাজধানীর বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবির সারোয়ার-তামিম গ্রæপের তিন সদস্যকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন, মিজবাহ (১৯), তাইবুর রহমান (১৮) ও ফয়সাল আহমেদ সানিলের (১৯)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে এ আসামিরা যুক্ত হয়ে কথিত জিহাদের প্রস্তুতি নিচ্ছিল। আসামি মিজবাহ একটি মোবাইল সার্ভিসিং দোকানে মেকানিক হিসেবে কাজ করত। সে জেএমবির সশস্ত্র শাখার প্রয়োজনে বিভিন্ন প্রকার ই¤েপ্রাভাইজড ইলেক্ট্রনিক্স ডিভাইস (আইইডি) তৈরি করতে শিখে। মেজবাহের প্ররোচনায় অন্য আসামিরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।
এর আগে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রæপের চার সদস্যকে গ্রেফতার করে র্যাব।
গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সারোয়ার-তামিম গ্রæপের জঙ্গি সদস্যরা ঢাকা জেলার কেরানীগঞ্জ ও দোহার থানা এলাকায় আত্মগোপনে ছিল। তারা সংগঠিত হয়ে নাশকতার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার পরিকল্পনা করছিল। গত ২০ মার্চ র্যাব রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ইঞ্জিনিয়ারসহ মোট পাঁচ জঙ্গি সদস্যকে বিস্ফোরকসহ গ্রেফতার করে। ওই ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার র্যাব-১০ এর একটি টিম দোহার এলাকা থেকে তিনজন ও গতকাল ভোরে কেরানীগঞ্জ থেকে ফয়সাল আহমেদ সানিলকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা জঙ্গি কর্মকাÐে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের সেলফোন পরীক্ষা করে জেএমবির পলাতক সদস্যদের সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।