পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দীন সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরফান উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আগামী ২৫ মের মধ্যে হাজির হতে সমন জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি এক টেলিভিশনের টকশোর অনুষ্ঠানে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। সাবেক বিচারপতির এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে মামলায় অভিযোগ করেন বাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।