Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের বৈঠক সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ৬:০৬ পিএম

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আজ বুধবার সন্ধ্যা ৭টায় বৈঠক করবেন।

বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিসহ আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করতে পারেন।
গত সোমবার ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

প্রতিনিধি দলে লিন্ডা ম্যাকএভান, আরনি লিৎজ, নোবার্ট নিউসার এবং এগনিস জগিরাস রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ