Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপে সমঝোতা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১:০০ এএম



ভারতের পরিবর্তে সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ হবে যুক্তরাজ্যে

কূটনৈতিক সংবাদদাতা : সন্ত্রাসবাদ বাংলাদেশ-যুক্তরাজ্যের জন্য অগ্রাধিকার ইস্যু। এ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড দুই দেশের কৌশলগত সংলাপের ওপর সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও  যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড সই করেন।
সাইমন ম্যাকডোনাল্ড বলেন, ইউরোপীয় ইউনিয়নে থাকার সময় যুক্তরাজ্য থেকে যে সুবিধা পেতে তা বহাল চায় বাংলাদেশ। আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক শুধু ভালো নয় আরো উত্তম হবে। আমি এখানে এসে খুবই আনন্দিত। এটাই আমার প্রথম বাংলাদেশ সফর। শুধু তাই নয়, দুই দেশের ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্কের প্রাক্কালে প্রথম এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দেখা করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চিঠি দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়ার জন্য। চিঠিতে আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের শক্তিশালী ও বর্ধনশীল সম্পর্কের বিষয়ে অবহিত করেছেন।
এরপর শুরু হয় দু’দেশের সংলাপ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর দেশটিতে শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকারের সুবিধা চায় বাংলাদেশ। এটাকে বিবেচনায় রেখে শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে সম্মতি জানিয়েছে লন্ডন। সংলাপে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয় দু’দেশের মধ্যে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা আর দুই দেশের মধ্যে যাতায়াতের জন্য ভিসা ব্যবস্থা সহজীকরণের বিষয়েও কথা বলেছেন তারা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি বলেন, আমরা জানি, ধারাবহিকভাবে এখনকার মতো সুবিধা পেতে চায় বাংলাদেশ। এটাই ছিল আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। আমি নিশ্চিত করছি, সামনের দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা সুদৃঢ় করবে লন্ডন। ইউরোপের বাইরে ঐতিহাসিক সম্পর্কের বিষয়ে আমরা আগের চেয়ে অনেক সচেতন।
স্ট্র্যাটেজিক সংলাপ শেষ হওয়ার পর এক কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হতে চায় যুক্তরাজ্য। ফলে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাত্রা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে কার্গো চলাচলের ওপর সময়সীমা বেঁধে কাজ করা হবে বলে স্ট্র্যাটেজিক সংলাপে আলোচনার পর একমত হয়েছে দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি যৌথ কমিটি বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবে এবং তারপর কি দরকার তা ঠিক করে নিষেধাজ্ঞা উত্তোলনের জন্য সময়সীমা বেঁধে দেয়া হবে। এ প্রস্তাবে যুক্তরাজ্যও রাজি।
ভিসা ব্যবস্থা সহজীকরণ
যুক্তরাজ্যে যাওয়ার জন্য বাংলাদেশীদের ভিসা প্রক্রিয়াকরণ হয়ে থাকে ভারতে। আর যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য সব কাগজপত্র প্রক্রিয়াকরণ হয় সেই দেশেই। তবে গতকালের সংলাপে বাংলাদেশকে জানানো হয়, এখন থেকে সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণের কাজ যুক্তরাজ্যে সম্পাদন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা ভিসা প্রক্রিয়াকরণ সেন্টার ঢাকায় নিয়ে আসার প্রস্তাব দিলে তারা জানায় গোটা ভিসা প্রক্রিয়াকরণের সঙ্গে শুধু যুক্তরাজ্যের নাগরিকরা যুক্ত এবং তারা গোটা প্রক্রিয়াটি যুক্তরাজ্যে সরিয়ে নিচ্ছেন। যদি কোনও বাংলাদেশীর জরুরি ভিত্তিতে ভিসা প্রয়োজন হয় তাহলে তিন-পাঁচ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ