পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিপি দ্বিতীয় পর্যায়ে নওগাঁ পৌরসভাধিন সড়ক উন্নয়ন এবং সাইড ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার শহরের কেড়ির মোড়ে প্রধান অতিথি হিসাবে এর ফলক উন্মোচন করেন মো. আব্দুল মালেক এমপি।
এ উপলক্ষে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র নাজমুল হক সনি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দরা এবং পৌর সভার কাউন্সিলরা ও পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।