পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশকে কাশ্মির বানাবেন না। ক্ষমতায় টিকে থাকার স্বপ্নসাধকে বাস্তবায়ন করতে গিয়ে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যকে ভারতের জিম্মায় তুলে দেবেন না। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারত বর্তমান সরকারের ক্ষমতায় থাকার উৎস। আর তারা যদি বেঁকে বসেন তাহলে বাংলাদেশ সরকারের জন্য তা মহা উদ্বেগ ও মহা দুশ্চিন্তার বিষয়। তাই বন্ধুকে খুশি রাখতে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি করতে ‘সুপার হিউম্যান স্পিডে’ এগিয়ে যাচ্ছেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনে প্রধানমন্ত্রী এখন বিপাকে পড়েছেন। তিনি বলেন, ভারত মনে করছে, শেখ হাসিনার ওপর চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ভারত তার পরীক্ষিত বন্ধুর এ ধরনের বিচ্যুতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই ভারত এখন শেখ হাসিনার ওপর থেকে চীনের প্রভাব কাটাতেই প্রতিরক্ষা চুক্তি করার জন্য পীড়াপীড়ি করছে। প্রধানমন্ত্রী চার দিকে খেলতে গিয়ে এ ধরনের হোঁচট খাবেন তা আগে ভাবতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।
কুসিক নির্বাচনে এক ধরনের অশুভ ইচ্ছা পূরণে সরকার ও সরকার দলীয় লোকজন কাজ করছে বলে অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। স্থানীয় মন্ত্রী ও তার মেয়ে নির্বাচনের এলাকা ঘেঁষে সমাবেশ করছেন, যাতে বক্তব্য ভোটাররা শুনতে পারে। এমনকি বঙ্গবন্ধু ও শেখ সেলিমের পোস্টার টানানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের কর্তৃক কুসিক নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, আবুল খায়ের ভূইয়া, খায়রুল কবীর খোকন, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।