Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিখোঁজদের খোঁজ নিচ্ছে পুলিশ

পালিয়ে জঙ্গি হওয়ার আশঙ্কা!

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে তিনটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর জেলায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আবারো খোঁজ নিতে শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন যারা নিখোঁজ রয়েছে তাদের কেউ কেউ পালিয়ে জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে পড়েছে এমন আশঙ্কা থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছে পুলিশ।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুÐ, রাজধানীর আশকোনা ও খিলগাঁওয়ে এবং সর্বশেষ সিলেটের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর এ বিষয়ে দেশের সব পুলিশ সুপারকে সতর্ক থাকতে বলা হয়। এ প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের ব্যাপারে আরও বেশি নজরদারি শুরু হয়েছে। এর অংশ হিসেবে পলাতক বা নিখোঁজদের বিষয়ে খোঁজ নিতে মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে রাজধানীর হোলি আটিজানে হামলার পর গত বছরের সেপ্টেম্বরে ১৮৫ জনের নিখোঁজের একটি তালিকা করা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। যেখানে দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাই ছিল বেশি। তবে সে তালিকার ৮৩ জনের সন্ধান পাওয়া গেলেও খোঁজ মেলেনি বাকিদের। সীতাকুÐ ও মিরসরাই তিনটি জঙ্গি আস্তানা আর বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর চট্টগ্রামে জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে নড়ে চড়ে বসে আইন-শৃঙ্খলা বাহিনী।
এসব জঙ্গি তৎপরতায় দেশের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজদের সম্পৃক্ততা পাওয়ার পর চট্টগ্রাম জেলায় গত কয়েক বছরে নিখোঁজদের নিয়ে আবারো খোঁজ নিতে শুরু করেছে পুলিশ। এর আগে গত বছর সেপ্টেম্বর নিখোঁজদের একটি তালিকা তৈরি করেছিল পুলিশ। ওই তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০৬ জন এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭১ জন দীর্ঘদিন অনুপস্থিত থাকা ছাত্রের তালিকা দিয়েছিল।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, এদের মধ্যে ৮৩ জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। এর বাইরে জেলায় ৭ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া পুলিশ। যাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। তবে নিখোঁজ থাকলেও অনেকের পরিবার পুলিশকে অবহিত করেন না বলে জানান পুলিশ কর্মকর্তারা। তবে ভবিষৎতে আইনি জটিলতা এড়াতে নিখোঁজের বিষয়ে পুলিশকে অবহিত করতে আহবান জানান তারা।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, নিখোঁজদের যে তালিকা করা হয়েছে তা ফের যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে কয়জনের সন্ধান মিলেছে, আর কয়জন এখনো নিখোঁজ তা দেখা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ