Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আংশিক নয়; পুড়েছে পুরো কক্ষই

বাংলাদেশ ব্যাংকে আগুন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় আগুনে পুড়ে যাওয়া বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক ও তার পিএসের কক্ষটি এখনও ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। আংশিক নয় পুরো কক্ষটিই পুড়ে গেছে। তবে এর আগে আগুন লাগার ঘটনায় গঠিত দুই তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে দাবি করেছিলেন যে, কক্ষটির আংশিক পুড়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে আগুন লাগার পর গতকাল সোমবার পর্যন্ত চারদিন পেরিয়ে গেলেও এখনও মহাব্যবস্থাপকের কক্ষে ফিতা দিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ঘটনাস্থলের কোনো আলামত যাতে নষ্ট না হয়, সে কারণে কক্ষে সাধারণ কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। মহাব্যবস্থাপক ও তার পিএসের কক্ষ ছাড়াও পাশের এক ডিজিএমের কক্ষের আংশিক পুড়ে গেছে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে এখনও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। আগুনের ধোঁয়ায় কালো ছাই পড়ে আছে পুরো মেঝেতে। সোমবার ব্যাংকের ১৪তলা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বৃহস্পতিবার রাতে ভবনে আগুন লাগার পর রোববার সরকারি ছুটি থাকায় গতকাল ব্যাংক খুলেছে। ব্যাংকের ১৪তলায় ধোঁয়ার গন্ধ ও মেঝেতে আসবাবপত্রের ওপর কালো কালি লেগে আছে। পুরো মেঝেতে ধোঁয়ার কালো দাগ লেগে আছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাই। বিভাগটি ব্যবহার উপযোগী করতে পরিছন্নকর্মীরা কাজ করছেন। ব্যাংকের বিভাগটিতে সাধারণ কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। আগুনের ঘটনায় গঠিত দুই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা তদন্তের জন্য আগুন লাগা বিভাগের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।
বৈদেশিক মুদ্রানীতি বিভাগে গতকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। ফলে এ বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অফিশিয়াল কোনো কাজ করতে দেখা যায়নি।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত তদন্ত কমিটির এক কর্মকর্তা বলেন, আজও ঘটনাস্থল পরিদর্শন করেছি। মহাব্যবস্থাপক ও তার পিএসের কক্ষ পুড়ে গেছে। এছাড়া এক ডিজিএমের কক্ষের আংশিক পুড়ে গেছে। তদন্ত প্রতিবেদনের কাজ করছি। আশা করছি আগামীকাল প্রতিবেদন জমা দিতে পারব।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে অগ্নিকান্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের এবং ফায়ার সার্ভিস থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুই তদন্ত কমিটিকেই আজ মঙ্গলবারের মধ্যে (২৮ মার্চ) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



 

Show all comments
  • এস, আনোয়ার ২৮ মার্চ, ২০১৭, ২:৫৭ পিএম says : 0
    আসলে কি পুড়েছে? নাকি পোড়ানো হয়েছে.??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ