পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স¤প্রতি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করে দেশের সকল আদালতের নিরাপত্তা জোরদার করতে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট। এতে দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন গত ২৩ মার্চ এ সার্কুলারটি জারি করেন। সার্কুলারের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ ইনকিলাবকে বলেন, আজ দেশের সব আদালতসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করে বলা হয়, সা¤প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে দেশের সকল অধঃস্তন আদালতের বিচারক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। প্রধান বিচারপতির পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ উদ্বেগের বিষয়ে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে। ইতঃপূর্বে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় দেশের প্রত্যেক আদালতের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহায়তায় দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পুলিশ মোতায়েনসহ সকল পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির নির্দেশক্রমে অনুরোধ করা হয় বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।