পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর মডেল থানাধীন পর্বতা সেনপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। অপরদিকে কাফরুল ও রূপনগরের বিভিন্ন বাড়িতে বøক রেইড দিয়েছে পুলিশ। মিরপুর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সোমবার জঙ্গি সন্দেহে ৪ যুবককে আটক করা হয়। তিনি বলেন, ওই এলাকার একটি বাসায় অবস্থান করে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
এদিকে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাকির হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় জানান, কাফরুল ও রূপনগরের বিভিন্ন বাড়িতে বøক রেইড দিয়েছে পুলিশ। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রতিদিনের কাজের অংশ হিসেবে পুলিশ এ অভিযান চালিয়েছে।
তিনি জানান, রূপনগরের ২০টি বাড়িতে ও কাফরুলের বেশ কয়েকটি বাড়িতে বøক রেইড দেয়া হয়েছে। আমরা খতিয়ে দেখছি এসব বাড়িতে কোনো জঙ্গি রয়েছে কিনা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বøক রেইড অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।