পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদ নির্মূল করতে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, জঙ্গিবাদের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। আবার কোথাও নিমিষেই এসব ঘটনা হাওয়ায় মিশে যাচ্ছে। প্রকৃত জঙ্গিদের ধরা হচ্ছে না। জঙ্গিবাদ দমনে ঘটনার গভীরে যাচ্ছে না সরকার। জঙ্গিবাদ থেকে পরিত্রাণ পেতে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচিত সরকার ছাড়া জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। গতকাল সোমবার কুমিল্লার দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, আ.লীগ এটা চায় না। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা হাটছে গণতন্ত্রের উল্টো পথে। গ্রহণ করছে একের পর এক নানা ক‚টকৌশল ও ষড়যন্ত্র। দেশে গণতন্ত্র ও সুশাসন নেই। বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয়। তাই তাদের জবাবদিহিতা নেই। মানুষের প্রতি দায়-দায়িত্ব নেই। সরকারের গা-ছাড়া আচরণে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা ও তিস্তা চুক্তি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র এই নীতিনির্ধারক নেতা বলেন, ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সামরিক চুক্তি হলে ভারত এবং আ.লীগ লাভবান হতে পারে। এতে দেশ ও জনগণের চরম ক্ষতি হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কাউকে ছাড় দেবে না।
ড. মোশাররফ বলেন, তিস্তা চুক্তি বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। ভারত সফরে গিয়ে তিস্তা চুক্তি করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী জনগণের কাছে কি জবাব দেবেন?
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নকল প্রবণতা, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অনৈতিক কর্মকাÐ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে ড. মোশাররফ বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা অনেক বড় হতে হবে। পিতা-মাতার লালিত স্বপ্নপূরণ করবে। তোমরাই আগামী দিনে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. মোশাররফ ফাউন্ডেশনের সদস্য এ কে এম শামসুল হক, দেলোয়ার হোসেন মিয়াজী, নূর মোহাম্মদ সেলিম, মাহবুবুল আলম মোহন, ভিপি সাহাব উদ্দিন ভূইয়া, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আলম আমিন সরকার, আইরিন সরকার ও ফরিদা ইয়াসমিন ডলি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।