Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে জঙ্গি গোষ্ঠির মদদদাতা বেগম খালেদা ও ফখরুল গংরা -খাদ্য মন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১:২৪ এএম


কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে জঙ্গি গোষ্ঠিকে প্রত্যক্ষভাবে মদদ যোগাচ্ছে বাংলাদেশের দুই দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফখরুল ইসলাম আলমগীরা গংরা। দুইদিন যাবত ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য তাতে স্পষ্ট বোঝা যায় জঙ্গিদের পূর্ণ মদদদাতা হচ্ছে তিনি এবং জঙ্গিদের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে। তিনি জঙ্গিদের গডফাদার। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে জঙ্গিদের দমন করছে, নির্মূল করছে  তাতে তারা সফল। কিন্তু পশ্চিমারা এই জঙ্গি দমনে তারা সফল হতে পারে নাই। এই অপশক্তি পাকিস্তানের পেতাত্বাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তাদের প্রাতিরোধ করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে আমরা একদিনে প্রবেশ করি নাই। মুক্তিযুদ্ধে প্রবেশ করতে আমাদের সময় লেগেছে দীর্ঘ ২৩ বছর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। ২৩ বছর সংগ্রামের ফসল আমাদের মুক্তিযুদ্ধ। ৭১’ এর শত্রæদের আমার সন্তানেরা এখন চিহ্নিত করতে পেরেছে। দীর্ঘদিন বইয়ের মধ্যে আমরা যে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি পাঠ্য বইয়ে এই বিষয়টি অস্পষ্ট ছিল আজকে নতুন প্রজন্ম জানতে পারছে ৭১ সনে একটি ভয়ানক যুদ্ধ হয়েছিল। আজকে কিন্তু এই পাকিস্তানি হায়নারা আবার ধর্মের নামে ৭১ সনে যেভাবে আমাদের উপর হামলা করেছিল ঠিক একইভাবে সেই জঙ্গি গোষ্ঠি আবার ধর্মের নামে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার চেষ্টা করছে। আমাদে উন্নয়নকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। ৭১’ এর মতই বিভিষিকাময় অবস্থার সৃষ্টি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল (রোববার) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ৪৭তম মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভ‚মি পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি শিউলি রহমান তিন্নী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  মোঃ শাজাহান, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু প্রমুখ।



 

Show all comments
  • এস, আনোয়ার ২৭ মার্চ, ২০১৭, ৭:০২ এএম says : 0
    কথাগুলো কি হুঁশে বলা নাকি বেহুঁশে, তাওতো বুঝতে পারছি না। বিজ্ঞের মুখে অজ্ঞের প্রলাপ শোভা পায় না।
    Total Reply(0) Reply
  • ২৭ মার্চ, ২০১৭, ২:১২ পিএম says : 0
    K. Apni zesob. Kotha. Bolesen Agolo kotha. Apnar. Mokhe. Manayna Karon. Apni. Manuske. Pocha. Com. Khaute. Cheachilen
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩০ মার্চ, ২০১৭, ৪:৩১ এএম says : 0
    প্রধানমন্ত্রী যেভাবে দেশের সন্তান যারা বিপথে চলে গেছে তারা ফিরে আসলে তাদের জীবন জীবীকার জন্য সবকিছু করবেন বলেছেন। আমি মনে করি এখন এসব বিপথ গামীরা একত্রিত হয়ে সরকারের কাছে ধরা দিয়ে আবার নতুন করে বাচার চেষ্টা করুক। প্রধানমন্ত্রী আরো বলেছেন তিনি জঙ্গী দমনে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ কাজেই তাদের নিস্তার নেই যেভাবে ধরা পরছে তারচেয়েও আরো বেগে এদেরকে পরাস্ত করবেন এটা আমিও বিশ্বাস করি তাই বলছি তোমরা যারা বিপথে চলেগেছ নিজের ইচ্ছায় বা প্রোরচনায় মানে যেভাবেই হোক তোমাদেরকে ফিরে আসলে ক্ষমা করা হবে এবং সমাজে প্রতিষ্ঠত করা হবে। তাই এরপর যদি তোমরা ফিরে না আস তাহলে তোমাদের সাথি যারা ইতিমধ্যে মারা গেছে তারা সবাই পরিবার পরিজন থেকে প্রত্যাক্ষিত হয়ে পরিত্যক্ত লাশ হিসাবে কবরে সুয়েছে এটাকি তোমরাও চাও??? আল্লাহ্‌ তোমাদেরকে প্রকৃত ইসলাম জানার ও বুঝার ক্ষমতা দিন। আমীন
    Total Reply(1) Reply
    • Mohammed Shah Alam Khan ১ এপ্রিল, ২০১৭, ১:২৫ এএম says : 4
      আমাদের খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম খুবই সত্য কথা বলেছেন এটা মানতেই হবে। ইতিহাস পড়লেই বুঝাযাবে কিভাবে একটা দেশ সৃষ্টি হয়েছে সেসব কথা ১৯৭৫ এর পর থেকেই পাঠ্য পুস্তক থেকে গায়েব। শুধু তাই নয় পাঠ্য পুস্তক এমনকি পত্র পত্রিকা থেকে মুক্তিযুদ্ধ শব্দটা বাদ হয়ে সেখানে স্থান পেয়েছিল গণ্ডগোল। জাতীর জনক এবং মুক্তিযুদ্ধের কথা প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। আমিও মন্ত্রীর শুরে বলতে চাই আমাদের সন্তানরা প্রকৃত বাংলাদেশকে চিনতে পেরেছে তাই পাকিস্তানের সমর্থকরা দিশা হারা হয়ে এখন আবল তাবল বকে চলছে। আমি আল্লাহ্‌র শুক্রিয়া আদায় করি ২১ বছর পর হলেও তিনি পরাজিতদের আবার চিহ্নিত করতে সহায়তা করেছেন। আমীন

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ