Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সব জেলার পুলিশ সুপারকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের সবক’টি জেলার পুলিশ সুপারকে (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার রাতে এ নির্দেশনা জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান বলেন, দেশের ৬৪টি জেলার পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে। নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবাদবিরোধী অভিযানে দু’জন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হন। আহত হন আরও অনেকে। এরপর এসপিদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ