Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি হামলার মাজেজা দেশবাসী জানতে চায়-শফিউল আলম প্রধান

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধান বলেছেন, সিলেটে সেনা অভিযান চলাকালীন সময়ে পুলিশসহ ছয় জন নিহত ও অগণিত আহত। এইসব কিসের আলামত। হলি আর্টিজান ঘটনার পর খালেদা জিয়া ও ২০ দল জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন।
শেখ হাসিনার সরকার আমাদের কথা শুনলেন না। উল্টা বিরোধী শক্তি ও গণতন্ত্রের উপর দিয়ে লাল ঘোড়া দাবড়িয়ে দিলেন। গতকাল রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুরে আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, দেশবাসীর জিজ্ঞাসা প্রধানমন্ত্রীর দিল্লীর সফর ও সামরিক চুক্তির পটভূমিতে লাগাতার বেপরোয়া জঙ্গি হামলার মাজেজা কি? কথাবার্তা পরিষ্কার জীবন থাকতে বাংলাদেশ সামরিক চুক্তির নামে গোলামির চুক্তি মেনে নেবো না।
প্রধান বলেন, এক নাজুক সময় হিন্দুস্থানী প্রধান সেনাপতি বাংলাদেশ সফরে আসছেন। কথা সত্য কাউয়াদের আনাগোনা শুরু হয়েছে। দেশবাসী ও সকল পক্ষ হুঁশিয়ার থাকবেন।
তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর ২৫ মার্চ গণহত্যা দিবসের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে ২৫ মার্চ ও স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের তালিকা তৈরির চেষ্টা না করে গণহত্যা দিবস পালন রাজনৈতিক তামাশার শামিল। তিনি অবিলম্বে সর্বদলীয় শহীদদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণের আহŸান জানান।
জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, আওলাদ হোসেন শিল্পী, ভি.পি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জাগপা নেতা সালাম চৌধুরী, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহিন, যুব নেতা রুবেল মীর, ইছহাক মীর, মিজানুর রহমান, মোহাম্মদ হামিম, বিপুল সরকার, গুড্ডু মিয়া, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আবু নাঈম, ছাত্রনেতা আমির হোসেন আমু, নুর ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ